13 September, 2016

Eid Drama Schedule of Tahsan !!


Eid Drama Schedule of  Tahsan


Eid Mubarak #Tahsanians!!
Here Is The Eid Drama Schedule of  Tahsan.
Enjoy !!

Eid Drama Schedule of Tahsan !!


24 June, 2016

Telefilm Shei Meyeta Promo | Tahsan ft. Mim

Telefilm Shei Meyeta Promo | Tahsan ft. Mim



Telefilm Shei Meyeta
Written & Directed By Mizanur Rahman Aryan
Producer- Shahriar Shakil
Cast- Tahsan Khan, Bidya Sinha Saha Mim, Aleef Chowdhury Sabbir Hasan Likhon, Anondo Khaled, Sharmeen Akhee, Bappa Rasel, Shoaib Patwary
Onair- 3rd Day of Eid at 11.40PM on RTV
DOP- Raju Raj
Music- Sajid Sarker
Theme song "Shei Meyeta"
Singer Tahsan
Lyric- Sirajum Munir
Set & Art Design- Mizanur Rahman Aryan & Murtaza Monwar Upal
Gfx- Jafreen Sadia
Logo- Royal
Chief AD- Dipto Sikdar
ADs- Rayhan Khan New Manon Ruban RS Saeon Rabby Kiti Kiti Kiti Kiti Syed Sayeed Ahmed JH Jibon
Produced By Alpha-I Media Productions Ltd.
Onair- 3rd Day of Eid at 11.40PM on RTV
Gousul Alam Shaon Dewan Shamsur Rakib Telefilm Shei Meyeta
Written & Directed By Mizanur Rahman Aryan
Producer- Shahriar Shakil
Cast- Tahsan Khan, Bidya Sinha Saha Mim, Aleef Chowdhury Sabbir Hasan Likhon, Anondo Khaled, Sharmeen Akhee, Bappa Rasel, Shoaib Patwary
DOP- Raju Raj
Music- Sajid Sarker
Theme song "Shei Meyeta"
Singer Tahsan
Lyric- Sirajum Munir
Set & Art Design- Mizanur Rahman Aryan & Murtaza Monwar Upal
Gfx- Jafreen Sadia
Logo- Royal
Chief AD- Dipto Sikdar
ADs- Rayhan Khan New Manon Ruban RS Saeon Rabby Kiti Kiti Kiti Kiti Syed Sayeed Ahmed JH Jibon
Produced By Alpha-I Media Productions Ltd.

Gousul Alam Shaon Dewan Shamsur Rakib

06 June, 2016

সেই মেয়েটা...সঙ্গে তাহসান!

সেই মেয়েটা...সঙ্গে তাহসান!'ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে এটি আরটিভিতে প্রচার হবে’

সেই মেয়েটা...সঙ্গে তাহসান!
রাজধানী বসুন্ধারার তিনশ ফুট এলাকা। বাজারের কাছের মূল সড়ক পথ পাড়ি দিচ্ছি। আর তখনই মেয়েটির সাথে কথার সূচনা। প্রসঙ্গক্রমে জানা গেল নাম প্রীতি। তার সাথে কথার কারণও বলা যাক-তারা দুজন বান্ধবী মিলে শুটিংয়ের গল্প করতে করতেই রাস্তা পার হচ্ছিলেন। আর কৌতূহল হয়েই তাদের সাথে শুটিংয়ের প্রসঙ্গ ধরে কথা বলা শুরু করলাম।


যদিও তখন আমরাও শুটিং লোকেশন খুঁজে বেরাচ্ছি। কথা প্রসঙ্গে জানা গেল, স্কুল শেষ করে গত বছরই কলেজের আঙিনায় পা দিয়েছেন প্রীতি। আর জানালেন, বাজার সংলগ্ন প্রধান সড়কের ঠিক উল্টো দিকেই শুটিং হচ্ছে। তিনি শুধু বললেন, তার প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী তাহসান ও মিম সেখানে শুটিং করছেন। কিন্তু বাজারে যাওয়ার পথে তাদের শুধু দূর থেকেই একপলক দেখার সুযোগ হয়েছিল।

তখনই মনস্থির করেছিলেন ফেরার পথে যে করেই হোক কিছুক্ষণ শুটিং দেখেই বাড়ি ফিরবেন। আর পাশের চায়ের দোকান থেকে কাগজ আর কলম সংগ্রহ করে অটোগ্রাফ নিবেন। এমন গল্প করতে করতেই তার দেখানো পথ ধরেই শুটিং লোকেশনের দিকে আমরা যাচ্ছি। একটু সামনে যেতেই ঠাওর করা গেল শুটিংয়ের সরঞ্জাম আশেপাশে ছড়ানো ছিটানো রয়েছে। কিন্তু তারপরও তীব্র গরমে ভ্রম কেটে মনে মনে প্রশ্ন জাগল, আসলে কি সঠিক জায়গায় এসেছি? আর আশেপাশে তাকিয়ে অনেকটা শরনার্থী শিবিরের মতোই মনে হলো। মানে ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় এসেছি। পাখির ডানায় চোখ বুলিয়ে নিতেই দেখা গেল-বেশ কয়েকটি তাবুর ঘর, হারিকেন, ত্রান সামগ্রী, শরনার্থী শিবিরের বিছানা থরে থরে সাজানো। কিন্তু না, শুটিংয়ের বিরতিতে বিষয়টি খুলে বললেন টেলিফিল্মের পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি বললেন, ‘এখানে ‘সেই মেয়েটা’ টেলিফিল্মের শুটিং চলছে। আর এর জন্যই এত আয়োজন। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তাহসান ও মীম। এতে আরও অভিনয় করেছেন আনন্দ এবং ৩০০ ফুট সংলগ্ন এলাকাবাসী। আর চিত্রনাট্য লিখেছি আমি নিজেই। ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে এটি আরটিভিতে প্রচার হবে।’
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, অরণী ও হিমেল। তারা দুজনেই ঢাকায় থাকেন। দুজনই ভীষণ পরোপকারী। অরণী পেশায় চিকিৎসক। যে কোন বিপদে তারা দুজন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। একটা সময় তাদের মধ্যে দারুণ বন্ধুত্বের একটি সম্পর্ক গড়ে উঠে। সেখান থেকে প্রেম। এরপর বিচ্ছেদ। তারপর তাদের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ নেই। এদিকে কাল বৈশাখী এক ঝড়ে রসূলপুর নামে একটি গ্রামের সবকিছু লণ্ড-ভণ্ড করে দিয়ে যায়। তখন সেখানে স্বেচ্ছায় চিকিৎসা সেবা দিতে আসেন অরণী। এছাড়ও কয়েকজন চিকিৎসক আসেন। সেই সাথে আসেন হিমেলের মতো কয়েকজন স্বেচ্ছাসেবক। এখানেই এসেই ফের দেখা হয়ে যায় হিমেলের সঙ্গে। যদিও ততদিনে অরণী নতুন সঙ্গী জুটিয়ে ফেলেছেন। শরনার্থী শিবিরে তাদের দেখা হওয়ার পর থেকেই ঘটতে থাকা নানা ঘটনায় এগিয়ে যায় টেলিফিল্মটির গল্প। পাঠক বাকিটা দেখতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।
গায়ক তাহসানকে এবার ঈদে ছয়টি নাটকে অভিনয় করতে দেখা যাবে। গত চার বছর ধরে নিয়মিত বড় উৎসব কিংবা দিবসভিত্তিক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে এবার ঈদের নাটকে কাজ করার ক্ষেত্রে তিনি ভিন্ন উপায় অবলম্বন করেছেন। এবার ঈদে তাহসান যেসব নির্মাতার নাটকে অভিনয় করছেন তাঁরা হলেন, শিহাব শাহীন, মিজানুর রহমান ও তানিম রহমান।
এছাড়া বিদ্যা সিনহা মিমও নিজেকে চলচ্চিত্রে থিতু করেছেন। এর পাশাপাশি ছোট পর্দায় বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে তাঁকে নিয়মিত দেখা গেলেও নাটকে বছর-দুই ধরে অনুপস্থিত। সর্বশেষ বছর দুয়েক আগে তাঁকে দেখা গিয়েছিল মাহমুদ দিদারের স্বৈরাচার নাটকে। এদিকে খুব শিগগিরই মিম অনন্য মামুনের পরিচালনায় ‘আমি তোমার হতে চাই’ সিনেমার শুটিং শুরু করবেন।
সংগ্রহ : প্রিয় ডটকম

03 June, 2016

Shei Meyeta - Tahsan ft. Mim


ত্রান নিয়ে রসুলপুরের পথে হিমেল
একটি ভিন্ন চরিত্রের অপেক্ষা

Eidul fitar/RTV

Telefilm Shei Meyeta


Telefilm: Shei Meyeta - Tahsan ft. Mim







19 May, 2016

Sha Rate Brishty Chilo | Tahsan | Directed by Shihab Shaheen

'Sha Rate Brishty Chilo'...for Rtv directed by Shihab Shaheen


'Sha Rate Brishty Chilo'...for Rtv directed by Shihab Shaheen

'Sha Rate Brishty Chilo'...for Rtv directed by Shihab Shaheen

'Sha Rate Brishty Chilo'...for Rtv directed by Shihab Shaheen


Thumbs up for Bangladesh Brand Forum Youthfest - Tahsan

Thumbs up for Bangladesh Brand Forum Youthfest.
- The occasional motivational speaker

11 May, 2016

Kothay Acho | Telefilm 'Amader golpo” by Tahsan

কোথায় আছ?
খুঁজে ফিরি আজও আমি
কোথায় আছ?
প্রেম আমার...!
কার ছায়ায়, অভিনয় করছ তুমি?
হৃদয় তোমার...
আজও আমার প্রেমে বন্দী!
চেনা অনুভব, অচেনা এ সুর
আড়াল থেকে তবু ডাকি!
চেনা অনুভব, অচেনা এ সুর
আড়াল থেকে, তবু ভালোবাসি!

কোথায় আছ ?
[From the drama/telefilm “আমাদের গল্প”]

05 May, 2016

Tahsan Khan on instagram




Tahsan Khan on  instagram : Follow

Tahsan's Lyrics on  instagram : Follow

@tahsankhan on instagram

01 May, 2016

Krittodasher Nirban albums Lyrics (2005)

প্রেমাতাল [Track-1] Album: কৃত্যদাসের নির্বাণ

এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরি নই
এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বীজয়ী নই
শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে
কোন এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
কোন এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে
কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায় …
বিন্দু আমি … তুমি আমায় ঘিরে
বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে
তাই অর্থহীন সবই যে প্রেম লাগে
প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো
বৃথায় জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো
ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন
প্রেম নিয়ে মাতামাতি শুধু আদিখ্যেতা
কেন তুমি শুনালে সেই দুষ্টু হাসি
কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা
আজ শিকল পড়িয়ে
আমার চোখে তুমি প্রেম আঁকছো
কাঁদতে পাড়ছি না আমি
বিন্দু আমি … তুমি আমায় ঘিরে
বৃত্তের ভেতর শুধু তুমি আছ
মাতাল আমি তোমার প্রেমে
তাই অর্থহীন সবই যে প্রেম লাগে !!
বৃহস্পতির বলয় ঘিরে
শনিতে আজ আমি পৌঁছে গেছি !
তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাব-সম্প্রসারণ করেছি !


সস্তা ক্ষোভ [Track-2] Album: কৃত্যদাসের নির্বাণ

ছন্দ তুমি ছন্নছাড়া, দুঃখ তুমি লক্ষ্মীছাড়া
শব্দ তুমি স্তব্ধ কেন, কান্না যখন বাঁধন ছাড়া
অষ্টপ্রহর কষ্টবুনে খুনশুটিদের খায়যে ঘুণে
সুখগুলো তাই মুখ ঢেকে নেয়,
বোধগুলো তাই দেয়না সাড়া
বোধগুলো হয় বন্ধুছাড়া…
ব্যস্তসকল সস্তা ক্ষোভে মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে, অলস জীবন যাপন
চারদেয়ালের বন্দি কোঠায় স্বপ্নগুলো হাতড়ে বেড়ায়
ইচ্ছে করেই অন্ধ সেজে, অসুখ দিবস যাপন … সস্তা ক্ষোভ ।


কিছুক্ষণ [Track-3] Album: কৃত্যদাসের নির্বাণ

তাঁরা হয়ে তোমার আকাশে যদি আমি ভাসতে পারি
সুখ পাখি হয়ে তোমার মনে যদি বাসা বাধতে পারি
চাইতে পারি তোমার কাছে প্রেম আজ কিছুক্ষণ
রাতের আকাশ থেকে ছিনিয়ে এনে দাও- তারার মেলার ছবি
রূপকথার রূপে লিখে দাও- জীবন স্রোতের এই নদী
রঙধনুর আদলে রাঙ্গিয়ে দাও- মনের আকাশে রবি
ভয় পাবোনা , ভুল বুঝবো না
রাতের আকাশ থেকে এনে দাও
রূপকথার রূপে লিখে দাও
রঙধনুর রঙে রাঙ্গিয়ে দাও ।




কৃত্যদাসের নির্বাণ [Track-4] Album: কৃত্যদাসের নির্বাণ


কামনাকে প্রথম বলি
বিষয় বাসনাকে দ্বিতীয় জানি
আরাধনা…
আরাধনাকে তৃতীয় জানি
আপন প্রলাপ তাকে চতুর্থ মানি
দর্শন বুঝিনা, পড়িনি বিজ্ঞান!
ধর্মভীরু, তবু নেই মনে ধ্যান!
কৃত্যদাস আমি এই দেহের ভিতর!
ভর করে যত পুস্তকের উপর!
আমি..গর্ভে ধারণ, অস্থিতে পচন
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
দেহের বাইরে নিজের ধ্বনি।।
বিদ্যা বুদ্ধিকে প্রথম জানি,
আচার সাধনাকে দ্বিতীয় মানি
অগাধ প্রেম…
প্রেম ভক্তিকে তৃতীয় মানি
অসীম সাহসকে চতুর্থ জানি
কৃত্রিম কেন কিছু নিয়ম মানি ?
ভালো কি মন্দ তাতো এমনি জানি
দ্বিধা নিয়ে বিশ্বাস লোভের কারণ ।
রাবকে দেখতে চাওয়া কোথায় বারন?  বলো ???
{(শেষকৃত্য – শেষ) + (ক্রীতদাস – ক্রীত)} এর নির্বাণ = কৃত্যদাসের নির্বাণ





কাঁদা [Track-5] Album: কৃত্যদাসের নির্বাণ

বিশ্বাস যখন বন্ধুর আড়াল
স্বার্থ তখন মুখ্য মাতাল
অসমাপ্ত কবিতা
ভাবনা যখন অন্ধকারে
আলোর ডাকে ভাষা খোঁজে
চেনা তখন অচেনা
আমন্ত্রণ প্রথম তোমার
উত্থান হয়তো আমার
বিসর্জন দ্বিতীয় আমার
বিচ্ছেদ তোমার আমার
কালো সূতায় জোড়া হয়ে
অভিনয়ের মোমে পুড়ি
অভিন গ্রহের উৎসব শিখে
আপন গ্রহ ভুলে গেছি
কোথায় তুমি, কোথায় আমি
বিশ্বাস যখন তর্ক ছবি
বাসনা বিমূর্ত হবি, অহমী
অর্থভরে ব্যর্থ হবি
নিজেকে তুই আর কতো কাঁদাবি
বিশ্বাস কেনো হারাবি?
তোর অভিনয়ের জীবন






নিরানব্বই [Track-6] Album: কৃত্যদাসের নির্বাণ


অদ্বিতীয় অপ্রত্যাশী তুমি, আদি-অনন্ত চিরস্থায়ী;
প্রথম সৃজনকারী, জগৎপতি জ্যোতিঃ তুমি পরম করুণাময়
প্রশংসিত প্রতিপালক!
প্রহরী তুমি, হীনকারী তুমি, পুনরুত্থানকারী ।
সত্যস্বরূপ দৃঢ় তুমি, অনুগ্রহকারী ।
মহিমান্বিত, গৌরবান্বিত , মহান উন্নত ন্যায় বিচারক ।
তুমি আমায় পুড়তে দাও!
নীরবে কাঁদব আমি একা , তোমায় ডাকব না ।
ছুটে যাব আয়নার পড়ে, ভুলেও ওদিকে না ।
সুরের আড়ালে লুকিয়ে আমি
বলি ধন্য আমি ।
সৃষ্টির আর মৃত্যুর;
মৃত্যুর আর প্রত্যাবর্তনের স্বত্বাধিকারী
প্রকাশ্য আর অপ্রকাশ্য;
সত্যের ধারক তুমি; পবিত্র পরাক্রমশালী ।
কোমলান্তকরণময় রক্ষাকারী তুমি;
ধৈর্য, শক্তি, সম্মান তুমি,
কৃপার আঁধার তুমি,
ন্যায়পরায়ন,পথ প্রদর্শনকারী
চিরজীবী বন্ধু আমার,
তুমি আমায় পুড়তে দাও!
পূর্ব- পশ্চিম আর ঈষানে- প্রতি দিকে খুঁজে পাই
মিশে যাই তোমার স্রোতে আজ বিবর্তনের শেষে ।
ধ্যানের আড়ালে লুকিয়ে আর নই;
বলি, ধন্য আমি
আজ মুক্ত আমি, আজ ধন্য আমি ।




অদৃশ্য রবি [Track-7] Album: কৃত্যদাসের নির্বাণ

যখনই তৃপ্ত মৃত্তিকায় সুর ঝড়ে, একাকী
প্রথম প্রহরে মেঘে ঢাকা আকাশ কেন শূন্যতায়
যখন চাদর জড়ানো ঘুম চোখে
ঝপসা আলো পর্দার ফাঁকে
কেন স্বপ্ন খুঁজি অবচেতন চেতনায়
কেউ এসে বলে দাও
আজও খুঁজে যাই নোনাজল কোমল অধরে
বিষুবরেখার দু’পাশে স্বপ্নের পরিধিতে
সূর্যটাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা আজ আমার
নিঃসঙ্গতাকে বাজী রেখে আজও আমি আমার
যখনই দৃষ্টি পড়ে বন্ধুযুগল প্রেমাসনে
মনের খোড়াক হয়ে আপন কাছে প্রশ্ন জাগে
যখন সুখের পাঁজরে বাঁধ ভাঙ্গে
নিষ্ঠুর পরিহাস কেঁদে ফেলে
কেন হারিয়ে যায় পরিচিত পরিণতি
কেউ এসে বলে দাও!


একাত্তর [Track-8] Album: কৃত্যদাসের নির্বাণ
♫♫INSTRUMENTAL♫♫




চাঁদের হাট [Track-9] Album: কৃত্যদাসের নির্বাণ


রাতকে বলো চাঁদের হাটে স্বপ্ন বেচবে কি?
আমার আছে লাল নীল হলুদ স্বপ্নের ঝাড়বাতি!
আঁকা বাঁকা রঙ-বেরঙের স্বপ্ন সুতোয় বাঁধা!
আজব মানুষ, লালচে ফানুস
ভাবনাগুলো সাদা!
চাঁদের হাটটা ছাদ পেরুলেই নয়তো ভীষণ দূরে!
চুপটি করে ছুটবি সেথায় আমার হাতটা ধরে।
চাঁদের হাটে বেচবো তোকে,
কিনবো আবার প্রেমের দরে!
কল্পলোকে গল্প শুনে আসবে ফিরে অলস ভোরে।




স্রোতের শেষে [Track-10] Album: কৃত্যদাসের নির্বাণ


হলদে পথের সলতে আলোয়, নিভু নিভু প্রায় বৃষ্টি ফোঁটায়
আপন মাঝেই সৃষ্ট তুকে, আপন হাতেই নষ্ট না হয়
বুকের ভেতর জমাট আছ, নিরব স্মৃতি নিরন্তর বাজে
স্রোতের শেষে তুই একলা যাবি, ভয় পেয়ে তুই কেন পালাবি ?
ঢেউয়ের সাথে যুঝতে গিয়ে, ভুলের ভয়ে ভুলগুলোকে
ভালবাসার আকার দিবি ।।


ছায়ার শরীর [Track-11] Album: কৃত্যদাসের নির্বাণ
ছায়ার শরীরে কোন চিহ্ন আঁকা থাকে
অন্ধকার এতসব পেতে পারে না
নিঃজস্ব প্রতিবিম্বের কাছে হাত পেতে ক্লান্ত
দু’চোখে অনিঃশেষ ঘুম
ব্যাথায় ফেলেছি ধুয়ে কোন এক কামনার বীজ
একটি পালক উড়ে ছুঁয়েছে কাউকে, দেখিনি
এমন স্পর্শ যা মনে নেই, দিয়েছে চাদর
সে আঁধারে হারিয়েছে সব জোছনা
পাহাড়ের ওপাড়ে অনাঘ্রাতা নদী,
সেই জলে ভেসেছে কিছু বুন্তছাড়া ফুল।
কোথায় হারাবে সব এইতো মোহনা
মাঝে মাঝে চেতনার বীজ।



আয়না [Track-12] Album: কৃত্যদাসের নির্বাণ
ঘড়ির উঠোনে দৌড়ে ঘুরে কাঁটাটা অস্তমিত প্রায়..
পাশে দাঁড়িয়ে আয়নাটা অসহায়, সঙ্গ দেয় আমায় !
জীবনের এই মোড়ে এসে, সব কেন যেন অভিলাষে
থমকে যায় ঘড়ির কাঁটা, কাঁটাগুলো পেছনে টানে
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোন এই ঘরে
ঝিড়িঝিড়ি লয়ে বেজে যায় গীটারে কোন তাসের সুর
হেসে বলে কেন তুই বোকা হবি বন্ধু ব্যাথুর
তোর ভুলে তুই একা হলি,
কেন হঠাৎ বললি চলি
থমকে রয় ঐ আয়নাটা
ভেঙ্গে পড়ে প্রতিবিম্বটা
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোন এই ঘরে!

30 April, 2016

‘ছুঁয়ে দিলে মন’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার তাহসান

‘ছুঁয়ে দিলে মন’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার...
Thanks Tahsanians for voting.
Thanks Meril Prothom Alo for an amazing night.
I hope "Chuye dile mon" will live forever.
Love
#ChuyeDileMon‬ 
‪#‎Tahsan‬

29 April, 2016

মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৫


মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৫ 
‘ছুঁয়ে দিলে মন’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন#তাহসান
‘ছুঁয়ে দিলে মন’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন#তাহসান

22 April, 2016

Alo by Tahsan ~ Lyrics

তুমি আর তো কারো নও শুধু আমার
যত দুরে সরে যাও রবে আমার
স্তব্ধ সময় তাকে ধরে রেখে
সৃতির পাতায় শুধু তুমি আমার
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...
রোমন্থন করি ফেলে আশা দৃশ্সপট স্বপ্নে আকা
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়ত ভবিশ্সতের আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন ...
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...


Alo by Tahsan

25 March, 2016

Tahsan new Mixed Albums in GP Music (2016)

3 New Mixed Albums are now available in ‪#‎GPmusic‬
Album: ‪‎Mon Karigor‬
- Dhrubo Tara
- Keu Na januk
- Mon Karigor
Album: ‪#‎Bolchi_Shono‬
- Bolchi Shono
- Rongchota Shohor
Album: ‪#‎Tolpar‬
- Tomar Majhe
‪#‎Note‬:
- Sharing Of All Kind Of Download Links Are Forbidden
- Buy Original CD/ Listen In A Legal Way
‪#‎StopPiracy‬
‪#‎HappyListening‬
#Tahsan
#TahsansLyrics

15 March, 2016

Tahsan Upcoming New Drama 'Kiso Vul, Kiso Oviman'

''কিছু ভুল,কিছু অভিমান''

বাংলা নববর্ষে দেখবেন আর টিভির পর্দায়।


Tahsan Upcoming New Drama 'Kiso Vul, Kiso Oviman' 
Facebook PageTahsan's Lyrics

09 March, 2016

TAHSAN AND THE BAND at BENGAL SheFest by Studio19

TAHSAN AND THE BAND
All pictures are protected by Copyright law and may not be Reproduced, Distributed, Transmitted, Displayed, Published or Broadcast without the prior permission Studio19 taken by Nahian Iqbal.


TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" 
TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" 



TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" 

TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" 











































TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" 
Tahsan