17 January, 2018

Obhiman Amar - Hridoye Akromon Lyrics - Tahsan

হৃদয়ে আক্রমণ চালালে
আলোর মিছিলে জড়ালে
একটু উষ্ণতা গায়ে মাখালে

হৃদয়ে আক্রমণ চালালে
আলোর মিছিলে জড়ালে
রক্ত–মাংসের মানুষের আড়ালে

শত’ প্রতিকূলতার মাঝে তোমাকে আমি পেয়েছি
বৈরী আবহাওয়া ঝড়ের রাতে আশ্রয় পেয়েছি

হারবো না আমি ছাড়বো না
তবু ভালোবাসবো না তোমাকে

হারবো না আমি ছাড়বো না   
ভালোবাসবো না তোমাকে

ব্যাপ্তিকাল ভেবে প্রেম কি হয়
সত্য প্রেমের বলয় কি ছয়
উষ্ণতার অপেক্ষায় প্রেমের জয়

প্রতিকূলতার সংগ্রামে প্রেমের জয়
বর্ম পরিহিত রাজকুমার হতে তো পারিনি
অন্ধ প্রেমে শুধু বিশ্বাসী এ-যুগেও হয়েছি

হারবো না আমি ছাড়বো না
তবু ভালোবাসবো না তোমাকে

হারবো না আমি ছাড়বো না
ভালোবাসবো না তোমাকে

শত’ প্রতিকূলতার মাঝে তোমাকে আমি পেয়েছি
বৈরী আবহাওয়া ঝড়ের রাতে আশ্রয় পেয়েছি

হারবো না আমি ছাড়বো না
তবু ভালোবাসবো না তোমাকে

হারবো না আমি ছাড়বো না
ভালোবাসবো না তোমাকে

.
Song: Hridoye Akromon
Track: 3
Album: Obhiman Amar (2017)
.
Singer: Tahsan
Lyric: Tahsan
Tune & Music: Tahsan 

Label: Cd Choice

No comments: