Showing posts with label Uddesso Nei - Lyrics. Show all posts
Showing posts with label Uddesso Nei - Lyrics. Show all posts

16 February, 2016

Uddesso Nei - Lyrics


উদ্দেশ্য নেই (লিরিক্স সমগ্র)

০১. শিরোনামঃ কে তুমি ?
কথা ও সুর : তাহসান
কন্ঠঃ তাহসান


পিছনে ফিরে দেখো তুমি,
অপ্রত্যাশিত অতিথি
চোখ ফেরালে বোলো কেন ,
ভয় পেয়েছ কি নাকি ,অরতি ?
জানি প্রতিটা সপ্নে তুমি দেখেছো আমায়
নিরন্তর ছিলে আমারই ছায়ায়
তবে চোখ মেলাতে কি বিরোধ ?

ভুল করে একটিবার প্রাচীরটা ভেঙ্গে দেখো
জমে আছে কত কথা ভুল করে বলে দিও
জন্মান্তর যদি মিথ্যে হয়,এই হবে শেষ দেখা
ভালোবাসি কেন যে তোমায়,
হবেনা আর কখনও বোঝা ।

জানেনা যে কেউ আমি অবতার
সমাজের চোখে শুধু তিরস্কার
ধ্বংস করে দিয়ে সে সংস্কার
পুরন করেছো দেরিদার সৎকার

জানি প্রতিটা মুখপাঠ্য অন্তস্থ
জানি বায়বীয় জগতে যে আমারই থাকো
তবে চোখ মেলাতে কি বিরোধ ?

০২. শিরোনামঃ শেষের গান
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথাঃ তাহসান ও মিথিলা
সুরঃ  তাহসান
কণ্ঠঃ তাহসান ও মিথিলা

শুনেছি আমি তুমি ভালোই আছো
ভুলে গেছো আমায় আবার ভুলতে শিখেছ
শুনেছি আমি জীবন নাকি থেমে থাকে না
তবে কেন আমি তোমায় ভুলতে পারিনা

বল তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে
ফেলে আসা যত সুখের স্রিতি কেন আজ কাঁদাবে ?

যত দূরে থাকো ,এতো কেন কাছে
আজও অনুভবে আছো তুমি
যত দূরে থাকো ,এতো কেন কাছে
সেই স্পর্শ তোমার আজও আছে

বল আমায় ছাড়া সত্যি তুমি হাসতে যদি পারো
তবে দূরেই থাকো অনেক দূরে হয়ে অন্য কারো

০৩. শিরোনামঃ উদ্দেশ্য নেই
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথাঃ  তন্ময়
সুরঃ অরূপ
কন্ঠঃ তাহসান

উদ্দেশ্য কি ? উদ্দেশ্য নেই
তুই তবুও তোঁ কাছে
তোকে নিয়ে ঘুমের মাঝে
তুই ডানা দিয়ে মেঘ কাটে
হারাস মেঘে মেঘে
থাকি আমি তোকে ঘিরে বাতাস হয়ে

যাবে কি সেথায়?
যেখানে আলো আর সুখের মিছিল
তবে কেন এই বসে থাকা উদ্দেশ্যহীন

হারাবে কি আমার সাথে ?
উড়বে কি ডানা মেলে ?

০৪. শিরোনামঃ কতদূর
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথাঃ মিনার
সুরঃ সাজিদ সরকার
কন্ঠঃ তাহসান

ঐ দূরের আকাশ আজ রঙিন হল
বদলে যাওয়ার নিয়মে,
তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো
সঙ্গী করে তোমাকে
দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি
উড়তে থাকা মিছিলে,
আর দেখছি তোমায় দু’চোখ জুড়ে
বন্দী তোমার মায়াতে

কত দূর, কত পথ
একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে
অবাক হয়ে খুঁজে পাওয়া…তোমাকে ।

ঘুম ভেঙ্গে ওঠা ভোরের উদাস হাওয়া
চোখ মেলে তাকিয়ে,
ডানা মেলে ওড়া স্মৃতির ঘরে ফেরা
তোমায় জুড়ে হারিয়ে,

অনেক অবুঝ চাওয়া তোমায় ফিরে পাওয়া
আঁধার কোথায় পালিয়ে,
মনের গহীন দ্বারে সময় কড়া নাড়ে…
আছো তুমি পাশে।

০৫. শিরোনামঃ পাঁজরের ভাঙ্গা হাওয়া
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথা ,সুর ও কণ্ঠঃ তাহসান

আদিম অক্রিতিম বরনমাল সে জানে
ক্ষণিকের পরিচয়ে ছন্দপতন এ প্রানে
পাঁজরের সেই হাড় হঠাৎ ব্যাথায় কাতর
সে যেই ছুটে যায় ঐ হ্রদয়ের বাম প্রকোষ্ঠে ।

ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্ত ঐ আদিমানবী দেখে ।

স্বর্গ যদি হয়ে অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয়, ঠুনকো বাঁধা বিদ্রুপ ওদের
পারবে না কিছু থামাতে, রাশিতে লেখা এ প্রেম
তুমি জানো আমি তোমার,  তুমি জানো আমি তোমার

অপ্সরি আমি দেখিনি গল্প শুনেছি অনেক
বর্ণনা সে যে ফিকে তোমার আদিম ইশারায়
আদিমানবী কি ছলনা ,নাকি প্রকোষ্ঠ বন্ধনী?
আমি জেনেছি করে হেঁয়ালি ,আমি দীপ্র সে আমারই ।

০৬. শিরোনামঃ আমি সেই সুতো হব
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথা ,সুর ও কণ্ঠঃ তাহসান

আমি সেই সুতো হবো,
যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকো হবো,
যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো

হবো সেই চাঁদ যে হয়ে গেলে রাত,
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো,
শুধু ভালোবেসো আমায়

ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনবো রংধনু,
শুধু আপন থেকো,ভালবেসো…ভালবেসো আমায়

করে প্রমাণ মহৎ তোমায়, হয়ে যাব আমি নগণ্য
এ অপরাধে হলে আমি অপরাধী,
ভেবে নেবো এটাই পুণ্য

০৭. শিরোনামঃ তোমায় ঘিরে
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথাঃ রিফাত
কন্ঠঃ সাজিদ সরকার

তোমাকে ঘিরে যে ভাললাগা হয়নি বলা ভাষায়
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া সেই তুমি আজ কোথায়

তোমাকে ঘিরে সেই স্মৃতিরা খুঁজে ফেরে আমাদের
কি যেনো কি ভেবে আছো সুদূরে
এসোনা ফিরে হৃদয়ে

সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে ছুয়ে থাকা
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনও তোমায় এভাবে


মনের আকাশে মেঘের বেলায় বেদনার বৃষ্টি ঝরে
এত কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বোঝাতে

০৮. শিরোনামঃ After The Rise
with lilacia choir Bangladesh
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথাঃ তাহসান
কম্পজিসনঃ  শাহরিন

this man i am,this sinner within
the time has come for me to rise finally
you are not alone,i’m ready too
the time has come for us to rise finally

there is a reason we have been called
a calling that we shared
the time has come to rise to above despair
the green and lust we celebrate
the selfish lives we lived
they brought us down,but finally we see

there’s god in us all
the source of peace and endless bliss
all we have to do is rise and be with thee

the endless greed,pursuit for more will end as we rise
it will make room for gratitude
and we will be just free after the rise

it is not the end,the fight is still on
it is hard to see beyond the vague reality
the things we teach brew greed and regreat
the cluttered thought still wins as we rise fainally

০৯. শিরোনামঃ হিসেবের অভিশাপ
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথা ,সুর ও কণ্ঠঃ তাহসান

তুমি কোথায় ? বিরহ যুদ্ধে আমি নিঃসঙ্গ অস্থির
আমার আণবিক কণাগুলো খুঁজে ফেরে ইহকাল
আমার আণবিক কণাগুলো খোঁজে অনন্তকাল

আমার এ পুণ্য আমার এ পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস এ আমার আমি করছি প্রতিবাদ

মনের কোঠায় জমে থাকা কথাগুলো
এতো সরল সত্য তবু কেন
বলতে কেন বারন? কেন এতো ভয় ?

১০. শিরোনামঃ আদর
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথা ,সুর ও কণ্ঠঃ তাহসান অ্যান্ড দ্যা সুফিস

তোমার শেখানো আদর
আজও ছায়াতে মিশে আছে
আছো ভুলে সেই আদর তুমি
ধুলো জমা স্মৃতীর কাব্যে
তোমার শেখানো আদর
আজও ছায়াতে মিশে
আছো ভুলে সেই আদর
তুমি আমি নেই পাশে

কিছু খামখেয়ালী প্রেম
কিছু রূপকথার ভাষা
আজও আমার স্মৃতীতে
কিছু মিথ্যে সংগ্রাম নিয়ে অবোধ শরীরে
বেচে আছি সেই আদরে

কিছু হাসি ঠাট্টার বেলা,
কিছু সারারাত কথা বলা,
আজও আমার স্মৃতীতে
কিছু দেয়ালে দেয়ালে প্রেম,
কোটি লোমকুপের গহীনে
বেচে আছি সেই আদরে
বিষন্নতার আড়ালে আছে,
জমে থাকা প্রেম।

গুটি গুটি পায়ে প্রেম শেখা
তোমার ঐ স্পর্শ ছিলো আদর মাখা
একা প্রহরে এযে নতুন সুর ধরে,
বেচে আছি আমায় নিয়ে
আজ ভাব্বোনা তোমায়,
আর গড়বোনা সপ্ন,
থাকব বেচে সেই আদরে।

১১. শিরোনামঃ স্পর্শের বাইরে
এ্যালবামঃ উদ্দেশ্য নেই
কথাঃ তারেক
সুর ও কন্ঠঃ তাহসান

ফ্রেমে বন্দী কোন ক্যামেরায়
গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি
অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে
লুকিয়ে থাকা ঐ রোঁদ তুমি
তোমার ঐ মৃদকালো চোখের ভাষা
মাতাল করা হাসি আর ভেঁজা চুলে
গোলাপি ঐ ঠোঁটের বেলকনিতে
রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল
সব তুলনার ঊর্ধ্বে তুমি
আজও তোমার স্পর্শ লোভে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
টুকরো কিছু ভাগ্যে স্বপ্নে অমর
মাঝখানে অদৃশ্য দেয়াল
খুঁজেফিরি তোমায় কোন মায়ায়
হারিয়ে যেন উপহাসে
হারিয়ে সেই সকাল
হারিয়ে সেই বিকেল
বৃষ্টি ভেঁজা দুপুর, অলস মেঘ রোদ্দুর
আসবে না জানি ফিরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে
কোন এক স্বপ্ন সুখের গল্পের রানী হয়ে
কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে
তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে
এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে !


এ্যালবামঃ ‎উদ্দেশ্য নেই


উদ্দেশ্য নেই,  পাঁজরের ভাঙ্গা হাওয়া,  তোমায় ঘিরে, After the Rise, হিসেবের অভিশাপ, আদর, স্পর্শের বাইরে