30 October, 2016

Valobashar Pongktimala Lyrics


এক পা এগুতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরোনো শপথ
হঠাৎ এসে তুমি ধরে ছিলে হাত
দিয়ে গেলে আমাকে নতুন-প্রভাত

তবু কেন তোমায় দুঃখ দিলাম
শুকনো আকাশে মেঘ ছড়ালাম
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আগুন
কোন-এক ক্ষণে ভাঙাল সেই ভুল
চলো সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত; তোমায় ভালোবাসি
একাকী ছিলাম যখন এতটা কাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল-বিকাল
চমকে এলে তুমি হাতে নিয়ে ঘুম
ভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুম
এখন জানি আমি প্রেম মানে কী
এ যেন তোমার চোখে সব আকুতি

জীবন যেখানে-যেমন ইচ্ছে-মতন
আমিও স্রোতে ভেসেছি যখন-তখন
ভুলেছি নিজেকে আমি, এতটা সময়
বুঝিনি কি যে আছে ভালোবাসায়
এতদিনে জেনেছি ভালোবাসা কী
এ যেন পরাজয়ে জয়ের অনুভূতি
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আগুন
কোন-এক ক্ষণে ভাঙাল সেই ভুল
চলো সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত; তোমায় ভালোবাসি

Title: Valobashar Pongktimala
Vocals: Tahsan
Lyric: T.M. Shabbir
Tune & Music: Bonny Ahmed
Drama: Valobashar Pongktimala

No comments: