Showing posts with label Jachcho Hariye Lyrics. Show all posts
Showing posts with label Jachcho Hariye Lyrics. Show all posts

19 October, 2016

Jachcho Hariye Lyrics

Jachcho Hariye Lyrics
কেন বলো হয় না যেমন চাই
ফিরে যাওয়া নেয় না মেনে মন
তবু তুমি যাচ্ছো হারিয়ে
সরে যাচ্ছে আমার পৃথিবীটা এখন...
তাই কাঁদছি না আমি আর
হয়তো ভুলে হঠাৎ
আড়াল করছি না, কি দরকার
কেউ দেখছে না এ আঘাত।
আবার তোমার মায়ায় দিচ্ছি ডুব
তোমার সাথেই অভিমান করে তাই
ব্যবধান আঁকতে চাইছো যখন
তখন তোমায় বেশি পেয়ে যাই।
তাই ভাবছি না আমি আর
চমকে উঠি হঠাৎ
দেয়াল জুড়ে ছায়াটা কার
আবারও কি দেখছি তোমায়।
জানি দুচোখ বেয়ে তোমার
নরম নদীর বয়ে চলা
একলা ভীষণ একলা তুমি
তবু যায় না কিছু বলা।

Jachcho_Hariye
SInger : Tahsan
Lyric : Ador
Tune & Music : Sajid Sarker
Drama : 
 Prem Tumi 
WELCOME TUNE CODE:
GP,ROBI,AIRTEL,TELETALK : 5494847
BANGLALInk : 5743308