মোমের দেয়াল উঠনে, বারান্দায় তুমি
একটু দূরে দাড়িয়ে রোদের হাতছানি
ভেঙে দিয়ে সে মোমের দেয়ালটা
আসবে আমার কোলে
নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী আসবে সে আমারই
চল ভেঙে দেই সে দেয়াল সমাজের ঠুনক খেয়াল
বাঁচি দু'জনায় মায়াতে; মায়ার দেয়াল।
হলদে সাগরে হাত ধরে, সূর্য সাঁতারে
হাতে হাত, চোখে চোখ; সত্য খোঁজার লোক
ভেঙে দিয়ে সে স্বপ্নগুলো সমাজটা জিতে যায়
রক্ত দিয়ে কি অবশেষে ভাঙতে হবে দেয়াল
তুমি কখনো কি হবে না
আমার হবে না মায়াতে
মোমের দেয়াল কখনো কি ভাঙা হবে না?
মোমের দেয়াল এই ছাদে, ঘুড়ির সুতো টানা
একটু দূরে দাড়িয়ে, কাছে যেতে মানা
ছিড়ে দিয়ে সে ঘুড়ির সুতোটা আসবে আমার কোলে
নিয়ম ভাঙতে যে দৃঢ় প্রত্যয়ী আছে সে আমারই
চল ভেঙে দেই সে দেয়াল, সমাজের ঠুনক খেয়াল
বাঁচি দু'জনায় মায়াতে; মায়ার দেয়াল।
তুমি কখনো কি হবে না
আমার হবে না মায়াতে
মোমের দেয়াল কখনো কি ভাঙা হবে না?
.
Momer Deyal (Title Track)
Short Film: Durbeen (2017)
.
Singer & Lyricist: Tahsan
.
Music and tune: Rumman Chowdhury
Guitar: R Joy
No comments:
Post a Comment