22 April, 2016

Alo by Tahsan ~ Lyrics

তুমি আর তো কারো নও শুধু আমার
যত দুরে সরে যাও রবে আমার
স্তব্ধ সময় তাকে ধরে রেখে
সৃতির পাতায় শুধু তুমি আমার
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...
রোমন্থন করি ফেলে আশা দৃশ্সপট স্বপ্নে আকা
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়ত ভবিশ্সতের আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন ...
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...


Alo by Tahsan

No comments: