11 May, 2016
10 May, 2016
05 May, 2016
01 May, 2016
Krittodasher Nirban albums Lyrics (2005)
প্রেমাতাল [Track-1] Album: কৃত্যদাসের নির্বাণ
এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরি নই
এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বীজয়ী নই
শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে
কোন এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
কোন এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে
কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায় …
বিন্দু আমি … তুমি আমায় ঘিরে
বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে
তাই অর্থহীন সবই যে প্রেম লাগে
প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো
বৃথায় জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো
ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন
প্রেম নিয়ে মাতামাতি শুধু আদিখ্যেতা
কেন তুমি শুনালে সেই দুষ্টু হাসি
কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা
আজ শিকল পড়িয়ে
আমার চোখে তুমি প্রেম আঁকছো
কাঁদতে পাড়ছি না আমি
বিন্দু আমি … তুমি আমায় ঘিরে
বৃত্তের ভেতর শুধু তুমি আছ
মাতাল আমি তোমার প্রেমে
তাই অর্থহীন সবই যে প্রেম লাগে !!
বৃহস্পতির বলয় ঘিরে
শনিতে আজ আমি পৌঁছে গেছি !
তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাব-সম্প্রসারণ করেছি !
কিছুক্ষণ [Track-3] Album: কৃত্যদাসের নির্বাণ
তাঁরা হয়ে তোমার আকাশে যদি আমি ভাসতে পারি
সুখ পাখি হয়ে তোমার মনে যদি বাসা বাধতে পারি
চাইতে পারি তোমার কাছে প্রেম আজ কিছুক্ষণ
রাতের আকাশ থেকে ছিনিয়ে এনে দাও- তারার মেলার ছবি
রূপকথার রূপে লিখে দাও- জীবন স্রোতের এই নদী
রঙধনুর আদলে রাঙ্গিয়ে দাও- মনের আকাশে রবি
ভয় পাবোনা , ভুল বুঝবো না
রাতের আকাশ থেকে এনে দাও
রূপকথার রূপে লিখে দাও
রঙধনুর রঙে রাঙ্গিয়ে দাও ।
কাঁদা [Track-5] Album: কৃত্যদাসের নির্বাণ
বিশ্বাস যখন বন্ধুর আড়াল
স্বার্থ তখন মুখ্য মাতাল
অসমাপ্ত কবিতা
ভাবনা যখন অন্ধকারে
আলোর ডাকে ভাষা খোঁজে
চেনা তখন অচেনা
আমন্ত্রণ প্রথম তোমার
উত্থান হয়তো আমার
বিসর্জন দ্বিতীয় আমার
বিচ্ছেদ তোমার আমার
কালো সূতায় জোড়া হয়ে
অভিনয়ের মোমে পুড়ি
অভিন গ্রহের উৎসব শিখে
আপন গ্রহ ভুলে গেছি
কোথায় তুমি, কোথায় আমি
বিশ্বাস যখন তর্ক ছবি
বাসনা বিমূর্ত হবি, অহমী
অর্থভরে ব্যর্থ হবি
নিজেকে তুই আর কতো কাঁদাবি
বিশ্বাস কেনো হারাবি?
তোর অভিনয়ের জীবন
অদৃশ্য রবি [Track-7] Album: কৃত্যদাসের নির্বাণ
যখনই তৃপ্ত মৃত্তিকায় সুর ঝড়ে, একাকী
প্রথম প্রহরে মেঘে ঢাকা আকাশ কেন শূন্যতায়
যখন চাদর জড়ানো ঘুম চোখে
ঝপসা আলো পর্দার ফাঁকে
কেন স্বপ্ন খুঁজি অবচেতন চেতনায়
কেউ এসে বলে দাও
আজও খুঁজে যাই নোনাজল কোমল অধরে
বিষুবরেখার দু’পাশে স্বপ্নের পরিধিতে
সূর্যটাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা আজ আমার
নিঃসঙ্গতাকে বাজী রেখে আজও আমি আমার
যখনই দৃষ্টি পড়ে বন্ধুযুগল প্রেমাসনে
মনের খোড়াক হয়ে আপন কাছে প্রশ্ন জাগে
যখন সুখের পাঁজরে বাঁধ ভাঙ্গে
নিষ্ঠুর পরিহাস কেঁদে ফেলে
কেন হারিয়ে যায় পরিচিত পরিণতি
কেউ এসে বলে দাও!
একাত্তর [Track-8] Album: কৃত্যদাসের নির্বাণ
♫♫INSTRUMENTAL♫♫
আয়না [Track-12] Album: কৃত্যদাসের নির্বাণ
ঘড়ির উঠোনে দৌড়ে ঘুরে কাঁটাটা অস্তমিত প্রায়..
পাশে দাঁড়িয়ে আয়নাটা অসহায়, সঙ্গ দেয় আমায় !
জীবনের এই মোড়ে এসে, সব কেন যেন অভিলাষে
থমকে যায় ঘড়ির কাঁটা, কাঁটাগুলো পেছনে টানে
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোন এই ঘরে
ঝিড়িঝিড়ি লয়ে বেজে যায় গীটারে কোন তাসের সুর
হেসে বলে কেন তুই বোকা হবি বন্ধু ব্যাথুর
তোর ভুলে তুই একা হলি,
কেন হঠাৎ বললি চলি
থমকে রয় ঐ আয়নাটা
ভেঙ্গে পড়ে প্রতিবিম্বটা
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোন এই ঘরে!
এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরি নই
এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বীজয়ী নই
শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে
কোন এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
কোন এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে
কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায় …
বিন্দু আমি … তুমি আমায় ঘিরে
বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে
তাই অর্থহীন সবই যে প্রেম লাগে
প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো
বৃথায় জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো
ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন
প্রেম নিয়ে মাতামাতি শুধু আদিখ্যেতা
কেন তুমি শুনালে সেই দুষ্টু হাসি
কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা
আজ শিকল পড়িয়ে
আমার চোখে তুমি প্রেম আঁকছো
কাঁদতে পাড়ছি না আমি
বিন্দু আমি … তুমি আমায় ঘিরে
বৃত্তের ভেতর শুধু তুমি আছ
মাতাল আমি তোমার প্রেমে
তাই অর্থহীন সবই যে প্রেম লাগে !!
বৃহস্পতির বলয় ঘিরে
শনিতে আজ আমি পৌঁছে গেছি !
তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাব-সম্প্রসারণ করেছি !
সস্তা ক্ষোভ [Track-2] Album: কৃত্যদাসের নির্বাণ
ছন্দ তুমি ছন্নছাড়া, দুঃখ তুমি লক্ষ্মীছাড়া
শব্দ তুমি স্তব্ধ কেন, কান্না যখন বাঁধন ছাড়া
অষ্টপ্রহর কষ্টবুনে খুনশুটিদের খায়যে ঘুণে
সুখগুলো তাই মুখ ঢেকে নেয়,
বোধগুলো তাই দেয়না সাড়া
বোধগুলো হয় বন্ধুছাড়া…
ব্যস্তসকল সস্তা ক্ষোভে মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে, অলস জীবন যাপন
চারদেয়ালের বন্দি কোঠায় স্বপ্নগুলো হাতড়ে বেড়ায়
ইচ্ছে করেই অন্ধ সেজে, অসুখ দিবস যাপন … সস্তা ক্ষোভ ।
তাঁরা হয়ে তোমার আকাশে যদি আমি ভাসতে পারি
সুখ পাখি হয়ে তোমার মনে যদি বাসা বাধতে পারি
চাইতে পারি তোমার কাছে প্রেম আজ কিছুক্ষণ
রাতের আকাশ থেকে ছিনিয়ে এনে দাও- তারার মেলার ছবি
রূপকথার রূপে লিখে দাও- জীবন স্রোতের এই নদী
রঙধনুর আদলে রাঙ্গিয়ে দাও- মনের আকাশে রবি
ভয় পাবোনা , ভুল বুঝবো না
রাতের আকাশ থেকে এনে দাও
রূপকথার রূপে লিখে দাও
রঙধনুর রঙে রাঙ্গিয়ে দাও ।
কৃত্যদাসের নির্বাণ [Track-4] Album: কৃত্যদাসের নির্বাণ
কামনাকে প্রথম বলি
বিষয় বাসনাকে দ্বিতীয় জানি
আরাধনা…
আরাধনাকে তৃতীয় জানি
আপন প্রলাপ তাকে চতুর্থ মানি
দর্শন বুঝিনা, পড়িনি বিজ্ঞান!
ধর্মভীরু, তবু নেই মনে ধ্যান!
কৃত্যদাস আমি এই দেহের ভিতর!
ভর করে যত পুস্তকের উপর!
আমি..গর্ভে ধারণ, অস্থিতে পচন
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
দেহের বাইরে নিজের ধ্বনি।।
বিদ্যা বুদ্ধিকে প্রথম জানি,
আচার সাধনাকে দ্বিতীয় মানি
অগাধ প্রেম…
প্রেম ভক্তিকে তৃতীয় মানি
অসীম সাহসকে চতুর্থ জানি
কৃত্রিম কেন কিছু নিয়ম মানি ?
ভালো কি মন্দ তাতো এমনি জানি
দ্বিধা নিয়ে বিশ্বাস লোভের কারণ ।
রাবকে দেখতে চাওয়া কোথায় বারন? বলো ???
{(শেষকৃত্য – শেষ) + (ক্রীতদাস – ক্রীত)} এর নির্বাণ = কৃত্যদাসের নির্বাণ
কাঁদা [Track-5] Album: কৃত্যদাসের নির্বাণ
বিশ্বাস যখন বন্ধুর আড়াল
স্বার্থ তখন মুখ্য মাতাল
অসমাপ্ত কবিতা
ভাবনা যখন অন্ধকারে
আলোর ডাকে ভাষা খোঁজে
চেনা তখন অচেনা
আমন্ত্রণ প্রথম তোমার
উত্থান হয়তো আমার
বিসর্জন দ্বিতীয় আমার
বিচ্ছেদ তোমার আমার
কালো সূতায় জোড়া হয়ে
অভিনয়ের মোমে পুড়ি
অভিন গ্রহের উৎসব শিখে
আপন গ্রহ ভুলে গেছি
কোথায় তুমি, কোথায় আমি
বিশ্বাস যখন তর্ক ছবি
বাসনা বিমূর্ত হবি, অহমী
অর্থভরে ব্যর্থ হবি
নিজেকে তুই আর কতো কাঁদাবি
বিশ্বাস কেনো হারাবি?
তোর অভিনয়ের জীবন
নিরানব্বই [Track-6] Album: কৃত্যদাসের নির্বাণ
অদ্বিতীয় অপ্রত্যাশী তুমি, আদি-অনন্ত চিরস্থায়ী;
প্রথম সৃজনকারী, জগৎপতি জ্যোতিঃ তুমি পরম করুণাময়
প্রশংসিত প্রতিপালক!
প্রহরী তুমি, হীনকারী তুমি, পুনরুত্থানকারী ।
সত্যস্বরূপ দৃঢ় তুমি, অনুগ্রহকারী ।
মহিমান্বিত, গৌরবান্বিত , মহান উন্নত ন্যায় বিচারক ।
তুমি আমায় পুড়তে দাও!
নীরবে কাঁদব আমি একা , তোমায় ডাকব না ।
ছুটে যাব আয়নার পড়ে, ভুলেও ওদিকে না ।
সুরের আড়ালে লুকিয়ে আমি
বলি ধন্য আমি ।
সৃষ্টির আর মৃত্যুর;
মৃত্যুর আর প্রত্যাবর্তনের স্বত্বাধিকারী
প্রকাশ্য আর অপ্রকাশ্য;
সত্যের ধারক তুমি; পবিত্র পরাক্রমশালী ।
কোমলান্তকরণময় রক্ষাকারী তুমি;
ধৈর্য, শক্তি, সম্মান তুমি,
কৃপার আঁধার তুমি,
ন্যায়পরায়ন,পথ প্রদর্শনকারী
চিরজীবী বন্ধু আমার,
তুমি আমায় পুড়তে দাও!
পূর্ব- পশ্চিম আর ঈষানে- প্রতি দিকে খুঁজে পাই
মিশে যাই তোমার স্রোতে আজ বিবর্তনের শেষে ।
ধ্যানের আড়ালে লুকিয়ে আর নই;
বলি, ধন্য আমি
আজ মুক্ত আমি, আজ ধন্য আমি ।
অদৃশ্য রবি [Track-7] Album: কৃত্যদাসের নির্বাণ
যখনই তৃপ্ত মৃত্তিকায় সুর ঝড়ে, একাকী
প্রথম প্রহরে মেঘে ঢাকা আকাশ কেন শূন্যতায়
যখন চাদর জড়ানো ঘুম চোখে
ঝপসা আলো পর্দার ফাঁকে
কেন স্বপ্ন খুঁজি অবচেতন চেতনায়
কেউ এসে বলে দাও
আজও খুঁজে যাই নোনাজল কোমল অধরে
বিষুবরেখার দু’পাশে স্বপ্নের পরিধিতে
সূর্যটাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা আজ আমার
নিঃসঙ্গতাকে বাজী রেখে আজও আমি আমার
যখনই দৃষ্টি পড়ে বন্ধুযুগল প্রেমাসনে
মনের খোড়াক হয়ে আপন কাছে প্রশ্ন জাগে
যখন সুখের পাঁজরে বাঁধ ভাঙ্গে
নিষ্ঠুর পরিহাস কেঁদে ফেলে
কেন হারিয়ে যায় পরিচিত পরিণতি
কেউ এসে বলে দাও!
একাত্তর [Track-8] Album: কৃত্যদাসের নির্বাণ
♫♫INSTRUMENTAL♫♫
চাঁদের হাট [Track-9] Album: কৃত্যদাসের নির্বাণ
রাতকে বলো চাঁদের হাটে স্বপ্ন বেচবে কি?
আমার আছে লাল নীল হলুদ স্বপ্নের ঝাড়বাতি!
আঁকা বাঁকা রঙ-বেরঙের স্বপ্ন সুতোয় বাঁধা!
আজব মানুষ, লালচে ফানুস
ভাবনাগুলো সাদা!
চাঁদের হাটটা ছাদ পেরুলেই নয়তো ভীষণ দূরে!
চুপটি করে ছুটবি সেথায় আমার হাতটা ধরে।
চাঁদের হাটে বেচবো তোকে,
কিনবো আবার প্রেমের দরে!
কল্পলোকে গল্প শুনে আসবে ফিরে অলস ভোরে।
স্রোতের শেষে [Track-10] Album: কৃত্যদাসের নির্বাণ
হলদে পথের সলতে আলোয়, নিভু নিভু প্রায় বৃষ্টি ফোঁটায়
আপন মাঝেই সৃষ্ট তুকে, আপন হাতেই নষ্ট না হয়
বুকের ভেতর জমাট আছ, নিরব স্মৃতি নিরন্তর বাজে
স্রোতের শেষে তুই একলা যাবি, ভয় পেয়ে তুই কেন পালাবি ?
ঢেউয়ের সাথে যুঝতে গিয়ে, ভুলের ভয়ে ভুলগুলোকে
ভালবাসার আকার দিবি ।।
ছায়ার শরীর [Track-11] Album: কৃত্যদাসের নির্বাণ
ছায়ার শরীরে কোন চিহ্ন আঁকা থাকে
অন্ধকার এতসব পেতে পারে না
নিঃজস্ব প্রতিবিম্বের কাছে হাত পেতে ক্লান্ত
দু’চোখে অনিঃশেষ ঘুম
ব্যাথায় ফেলেছি ধুয়ে কোন এক কামনার বীজ
একটি পালক উড়ে ছুঁয়েছে কাউকে, দেখিনি
এমন স্পর্শ যা মনে নেই, দিয়েছে চাদর
সে আঁধারে হারিয়েছে সব জোছনা
পাহাড়ের ওপাড়ে অনাঘ্রাতা নদী,
সেই জলে ভেসেছে কিছু বুন্তছাড়া ফুল।
কোথায় হারাবে সব এইতো মোহনা
মাঝে মাঝে চেতনার বীজ।
আয়না [Track-12] Album: কৃত্যদাসের নির্বাণ
ঘড়ির উঠোনে দৌড়ে ঘুরে কাঁটাটা অস্তমিত প্রায়..
পাশে দাঁড়িয়ে আয়নাটা অসহায়, সঙ্গ দেয় আমায় !
জীবনের এই মোড়ে এসে, সব কেন যেন অভিলাষে
থমকে যায় ঘড়ির কাঁটা, কাঁটাগুলো পেছনে টানে
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোন এই ঘরে
ঝিড়িঝিড়ি লয়ে বেজে যায় গীটারে কোন তাসের সুর
হেসে বলে কেন তুই বোকা হবি বন্ধু ব্যাথুর
তোর ভুলে তুই একা হলি,
কেন হঠাৎ বললি চলি
থমকে রয় ঐ আয়নাটা
ভেঙ্গে পড়ে প্রতিবিম্বটা
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোন এই ঘরে!
30 April, 2016
‘ছুঁয়ে দিলে মন’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার তাহসান
Thanks Tahsanians for voting.
Thanks Meril Prothom Alo for an amazing night.
29 April, 2016
22 April, 2016
Alo by Tahsan ~ Lyrics
তুমি আর তো কারো নও শুধু আমার
যত দুরে সরে যাও রবে আমার
স্তব্ধ সময় তাকে ধরে রেখে
সৃতির পাতায় শুধু তুমি আমার
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...
রোমন্থন করি ফেলে আশা দৃশ্সপট স্বপ্নে আকা
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়ত ভবিশ্সতের আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন ...
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআহবে নাআআআআআআ ...
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...
Alo by Tahsan
যত দুরে সরে যাও রবে আমার
স্তব্ধ সময় তাকে ধরে রেখে
সৃতির পাতায় শুধু তুমি আমার
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...
রোমন্থন করি ফেলে আশা দৃশ্সপট স্বপ্নে আকা
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়ত ভবিশ্সতের আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন ...
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআহবে নাআআআআআআ ...
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দুরে তুমি ..
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
আলো আলো আমি কখনো খুঁজে পাব নাআআ
চাদের আলো তুমি কখনো আমার হবে নাআআআ
হবে নাআআ ... হবে নাআআআ
হবে নাআআআআআআ ...
Alo by Tahsan
25 March, 2016
Tahsan new Mixed Albums in GP Music (2016)
3 New Mixed Albums are now available in #GPmusic
Album: Mon Karigor
- Dhrubo Tara
- Keu Na januk
- Mon Karigor
Listen: player.gpmusic.co/releases/3915
Album: #Bolchi_Shono
- Bolchi Shono
- Rongchota Shohor
Listen: player.gpmusic.co/releases/3892
Album: #Tolpar
- Tomar Majhe
Listen: player.gpmusic.co/releases/3893
#Note:
- Sharing Of All Kind Of Download Links Are Forbidden
- Buy Original CD/ Listen In A Legal Way
#StopPiracy
#HappyListening
#Tahsan
#TahsansLyrics
15 March, 2016
Tahsan Upcoming New Drama 'Kiso Vul, Kiso Oviman'
''কিছু ভুল,কিছু অভিমান''
বাংলা নববর্ষে দেখবেন আর টিভির পর্দায়।
Tahsan Upcoming New Drama 'Kiso Vul, Kiso Oviman' |
09 March, 2016
TAHSAN AND THE BAND at BENGAL SheFest by Studio19
TAHSAN AND THE BAND
All pictures are protected by Copyright law and may not be Reproduced, Distributed, Transmitted, Displayed, Published or Broadcast without the prior permission Studio19 taken by Nahian Iqbal.
TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" |
TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" |
TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" |
TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" |
TAHSAN AND THE BAND at "BENGAL SheFest" |
Tahsan |
Subscribe to:
Posts (Atom)