17 January, 2018

Ektai Tumi Lyrics

Ektai Tumi Lyrics

অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ? 
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে...  
মুখে বলো না , 
কে তোমার অনুভবে ? এ .. 
আমার চোখের মাঝে, 
তুমি যে কালো স্বপ্ন ভুবন জুড়ে, 
তোমারই আলো... 
আমি তোমাকে বেসেছি কত ভালো 
ও প্রিয় … 
তুমি আমার , তুমি আমার, 
এ সুখে হবে যে মরণ... 
বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ .. 
দুচোখে সাজানো ঘুম, 
কেড়ে তো নিয়েছো, 
রাতের মতো করে , কাছে রয়েছো.... 
এ মনে রেখেছো হাত, 
কি যে মায়াতে, 
সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে...  
তুমি শুধু যে আমারই থেকো 
ও প্রিয় হো … 
তুমি আমার , তুমি আমার, 
এ সুখে হবে যে মরণ... 
বেঁচে আছি এ পৃথিবীতে, 
একটাই তুমি যে কারণ .. 
অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ? 
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে 
মুখে বলো না , 
কে তোমার অনুভবে ? এ .. 
তুমি আমার , তুমি আমার 
এ সুখে হবে যে মরণ 
বেঁচে আছি এ পৃথিবীতে 
একটাই তুমি যে কারণ .. 
তুমি আমার , তুমি আমার 
এ সুখে হবে যে মরণ 
বেঁচে আছি এ পৃথিবীতে 
একটাই তুমি যে কারণ ..


  • Song: Ektai Tumi.
  • Singer: Tahsan & Puja.
  • Lyric: Shomeshwar Oli.
  • Tune & Music: Sajid Sarker.
  • Cast: Sumit & Sharlina.
  • Video Direction: Shahrear Polock.
  • D.O.P: Raju Raj.
  • Label: DHRUBA MUSIC STATION.

Obhiman Amar - Hridoye Akromon Lyrics - Tahsan

হৃদয়ে আক্রমণ চালালে
আলোর মিছিলে জড়ালে
একটু উষ্ণতা গায়ে মাখালে

হৃদয়ে আক্রমণ চালালে
আলোর মিছিলে জড়ালে
রক্ত–মাংসের মানুষের আড়ালে

শত’ প্রতিকূলতার মাঝে তোমাকে আমি পেয়েছি
বৈরী আবহাওয়া ঝড়ের রাতে আশ্রয় পেয়েছি

হারবো না আমি ছাড়বো না
তবু ভালোবাসবো না তোমাকে

হারবো না আমি ছাড়বো না   
ভালোবাসবো না তোমাকে

ব্যাপ্তিকাল ভেবে প্রেম কি হয়
সত্য প্রেমের বলয় কি ছয়
উষ্ণতার অপেক্ষায় প্রেমের জয়

প্রতিকূলতার সংগ্রামে প্রেমের জয়
বর্ম পরিহিত রাজকুমার হতে তো পারিনি
অন্ধ প্রেমে শুধু বিশ্বাসী এ-যুগেও হয়েছি

হারবো না আমি ছাড়বো না
তবু ভালোবাসবো না তোমাকে

হারবো না আমি ছাড়বো না
ভালোবাসবো না তোমাকে

শত’ প্রতিকূলতার মাঝে তোমাকে আমি পেয়েছি
বৈরী আবহাওয়া ঝড়ের রাতে আশ্রয় পেয়েছি

হারবো না আমি ছাড়বো না
তবু ভালোবাসবো না তোমাকে

হারবো না আমি ছাড়বো না
ভালোবাসবো না তোমাকে

.
Song: Hridoye Akromon
Track: 3
Album: Obhiman Amar (2017)
.
Singer: Tahsan
Lyric: Tahsan
Tune & Music: Tahsan 

Label: Cd Choice