13 March, 2021

Momer Deyal by Tahsan

 মোমের দেয়াল উঠনে, বারান্দায় তুমি

একটু দূরে দাড়িয়ে রোদের হাতছানি


ভেঙে দিয়ে সে মোমের দেয়ালটা
আসবে আমার কোলে
নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী আসবে সে আমারই

চল ভেঙে দেই সে দেয়াল সমাজের ঠুনক খেয়াল
বাঁচি দু'জনায় মায়াতে; মায়ার দেয়াল।

হলদে সাগরে হাত ধরে, সূর্য সাঁতারে
হাতে হাত, চোখে চোখ; সত্য খোঁজার লোক

ভেঙে দিয়ে সে স্বপ্নগুলো সমাজটা জিতে যায়
রক্ত দিয়ে কি অবশেষে ভাঙতে হবে দেয়াল

তুমি কখনো কি হবে না
আমার হবে না মায়াতে
মোমের দেয়াল কখনো কি ভাঙা হবে না?

মোমের দেয়াল এই ছাদে, ঘুড়ির সুতো টানা
একটু দূরে দাড়িয়ে, কাছে যেতে মানা

ছিড়ে দিয়ে সে ঘুড়ির সুতোটা আসবে আমার কোলে
নিয়ম ভাঙতে যে দৃঢ় প্রত্যয়ী আছে সে আমারই

চল ভেঙে দেই সে দেয়াল, সমাজের ঠুনক খেয়াল
বাঁচি দু'জনায় মায়াতে; মায়ার দেয়াল।

তুমি কখনো কি হবে না
আমার হবে না মায়াতে
মোমের দেয়াল কখনো কি ভাঙা হবে না?

.
Momer Deyal (Title Track)
Short Film: Durbeen (2017)
.
Singer & Lyricist: Tahsan
.
Music and tune: Rumman Chowdhury
Guitar: R Joy

Prem Tumi by Tahsan Rahman Khan

আমার কল্পনা জুড়ে
যে গল্পেরা ছিলো
আড়ালে সব লুকোনো
সেই গল্পেরা সব
রঙিন হল পলকে
তোমাকে হঠাৎ পেয়ে যেন
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই তুমি
বলো কোথায় আছো অভিমানী?
আমার কল্পনা জুড়ে
যে গল্পেরা ছিলো
আড়ালে সব লুকোনো
সেই গল্পেরা সব
রঙিন হল পলকে
তোমাকে হঠাৎ পেয়ে যেন
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই তুমি
বলো কোথায় আছো অভিমানী?
অভিমানী...
সব থেকেও কি যেন নেই
তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে
আমার ভাল লাগা গুলো সব
তোমায় ভেবে সাঁজে রোজ রোজ এই মনে
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই তুমি
বলো কোথায় আছো অভিমানী?
চেয়ে থাকা দূর বহুদূর
যে পথে আজও
...
..
.
♫প্রেম তুমি
Telefilm: Angry Bird
Vocals: Tahsan
Lyrics: Ador
Music: Sajid Sarkar

17 January, 2018

Ektai Tumi Lyrics

Ektai Tumi Lyrics

অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ? 
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে...  
মুখে বলো না , 
কে তোমার অনুভবে ? এ .. 
আমার চোখের মাঝে, 
তুমি যে কালো স্বপ্ন ভুবন জুড়ে, 
তোমারই আলো... 
আমি তোমাকে বেসেছি কত ভালো 
ও প্রিয় … 
তুমি আমার , তুমি আমার, 
এ সুখে হবে যে মরণ... 
বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ .. 
দুচোখে সাজানো ঘুম, 
কেড়ে তো নিয়েছো, 
রাতের মতো করে , কাছে রয়েছো.... 
এ মনে রেখেছো হাত, 
কি যে মায়াতে, 
সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে...  
তুমি শুধু যে আমারই থেকো 
ও প্রিয় হো … 
তুমি আমার , তুমি আমার, 
এ সুখে হবে যে মরণ... 
বেঁচে আছি এ পৃথিবীতে, 
একটাই তুমি যে কারণ .. 
অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ? 
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে 
মুখে বলো না , 
কে তোমার অনুভবে ? এ .. 
তুমি আমার , তুমি আমার 
এ সুখে হবে যে মরণ 
বেঁচে আছি এ পৃথিবীতে 
একটাই তুমি যে কারণ .. 
তুমি আমার , তুমি আমার 
এ সুখে হবে যে মরণ 
বেঁচে আছি এ পৃথিবীতে 
একটাই তুমি যে কারণ ..


  • Song: Ektai Tumi.
  • Singer: Tahsan & Puja.
  • Lyric: Shomeshwar Oli.
  • Tune & Music: Sajid Sarker.
  • Cast: Sumit & Sharlina.
  • Video Direction: Shahrear Polock.
  • D.O.P: Raju Raj.
  • Label: DHRUBA MUSIC STATION.

Obhiman Amar - Hridoye Akromon Lyrics - Tahsan

হৃদয়ে আক্রমণ চালালে
আলোর মিছিলে জড়ালে
একটু উষ্ণতা গায়ে মাখালে

হৃদয়ে আক্রমণ চালালে
আলোর মিছিলে জড়ালে
রক্ত–মাংসের মানুষের আড়ালে

শত’ প্রতিকূলতার মাঝে তোমাকে আমি পেয়েছি
বৈরী আবহাওয়া ঝড়ের রাতে আশ্রয় পেয়েছি

হারবো না আমি ছাড়বো না
তবু ভালোবাসবো না তোমাকে

হারবো না আমি ছাড়বো না   
ভালোবাসবো না তোমাকে

ব্যাপ্তিকাল ভেবে প্রেম কি হয়
সত্য প্রেমের বলয় কি ছয়
উষ্ণতার অপেক্ষায় প্রেমের জয়

প্রতিকূলতার সংগ্রামে প্রেমের জয়
বর্ম পরিহিত রাজকুমার হতে তো পারিনি
অন্ধ প্রেমে শুধু বিশ্বাসী এ-যুগেও হয়েছি

হারবো না আমি ছাড়বো না
তবু ভালোবাসবো না তোমাকে

হারবো না আমি ছাড়বো না
ভালোবাসবো না তোমাকে

শত’ প্রতিকূলতার মাঝে তোমাকে আমি পেয়েছি
বৈরী আবহাওয়া ঝড়ের রাতে আশ্রয় পেয়েছি

হারবো না আমি ছাড়বো না
তবু ভালোবাসবো না তোমাকে

হারবো না আমি ছাড়বো না
ভালোবাসবো না তোমাকে

.
Song: Hridoye Akromon
Track: 3
Album: Obhiman Amar (2017)
.
Singer: Tahsan
Lyric: Tahsan
Tune & Music: Tahsan 

Label: Cd Choice

30 October, 2016

Valobashar Pongktimala Lyrics


এক পা এগুতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরোনো শপথ
হঠাৎ এসে তুমি ধরে ছিলে হাত
দিয়ে গেলে আমাকে নতুন-প্রভাত

তবু কেন তোমায় দুঃখ দিলাম
শুকনো আকাশে মেঘ ছড়ালাম
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আগুন
কোন-এক ক্ষণে ভাঙাল সেই ভুল
চলো সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত; তোমায় ভালোবাসি
একাকী ছিলাম যখন এতটা কাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল-বিকাল
চমকে এলে তুমি হাতে নিয়ে ঘুম
ভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুম
এখন জানি আমি প্রেম মানে কী
এ যেন তোমার চোখে সব আকুতি

জীবন যেখানে-যেমন ইচ্ছে-মতন
আমিও স্রোতে ভেসেছি যখন-তখন
ভুলেছি নিজেকে আমি, এতটা সময়
বুঝিনি কি যে আছে ভালোবাসায়
এতদিনে জেনেছি ভালোবাসা কী
এ যেন পরাজয়ে জয়ের অনুভূতি
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আগুন
কোন-এক ক্ষণে ভাঙাল সেই ভুল
চলো সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত; তোমায় ভালোবাসি

Title: Valobashar Pongktimala
Vocals: Tahsan
Lyric: T.M. Shabbir
Tune & Music: Bonny Ahmed
Drama: Valobashar Pongktimala

19 October, 2016

Jachcho Hariye Lyrics

Jachcho Hariye Lyrics
কেন বলো হয় না যেমন চাই
ফিরে যাওয়া নেয় না মেনে মন
তবু তুমি যাচ্ছো হারিয়ে
সরে যাচ্ছে আমার পৃথিবীটা এখন...
তাই কাঁদছি না আমি আর
হয়তো ভুলে হঠাৎ
আড়াল করছি না, কি দরকার
কেউ দেখছে না এ আঘাত।
আবার তোমার মায়ায় দিচ্ছি ডুব
তোমার সাথেই অভিমান করে তাই
ব্যবধান আঁকতে চাইছো যখন
তখন তোমায় বেশি পেয়ে যাই।
তাই ভাবছি না আমি আর
চমকে উঠি হঠাৎ
দেয়াল জুড়ে ছায়াটা কার
আবারও কি দেখছি তোমায়।
জানি দুচোখ বেয়ে তোমার
নরম নদীর বয়ে চলা
একলা ভীষণ একলা তুমি
তবু যায় না কিছু বলা।

Jachcho_Hariye
SInger : Tahsan
Lyric : Ador
Tune & Music : Sajid Sarker
Drama : 
 Prem Tumi 
WELCOME TUNE CODE:
GP,ROBI,AIRTEL,TELETALK : 5494847
BANGLALInk : 5743308

13 September, 2016

Eid Drama Schedule of Tahsan !!


Eid Drama Schedule of  Tahsan


Eid Mubarak #Tahsanians!!
Here Is The Eid Drama Schedule of  Tahsan.
Enjoy !!

Eid Drama Schedule of Tahsan !!


24 June, 2016

Telefilm Shei Meyeta Promo | Tahsan ft. Mim

Telefilm Shei Meyeta Promo | Tahsan ft. Mim



Telefilm Shei Meyeta
Written & Directed By Mizanur Rahman Aryan
Producer- Shahriar Shakil
Cast- Tahsan Khan, Bidya Sinha Saha Mim, Aleef Chowdhury Sabbir Hasan Likhon, Anondo Khaled, Sharmeen Akhee, Bappa Rasel, Shoaib Patwary
Onair- 3rd Day of Eid at 11.40PM on RTV
DOP- Raju Raj
Music- Sajid Sarker
Theme song "Shei Meyeta"
Singer Tahsan
Lyric- Sirajum Munir
Set & Art Design- Mizanur Rahman Aryan & Murtaza Monwar Upal
Gfx- Jafreen Sadia
Logo- Royal
Chief AD- Dipto Sikdar
ADs- Rayhan Khan New Manon Ruban RS Saeon Rabby Kiti Kiti Kiti Kiti Syed Sayeed Ahmed JH Jibon
Produced By Alpha-I Media Productions Ltd.
Onair- 3rd Day of Eid at 11.40PM on RTV
Gousul Alam Shaon Dewan Shamsur Rakib Telefilm Shei Meyeta
Written & Directed By Mizanur Rahman Aryan
Producer- Shahriar Shakil
Cast- Tahsan Khan, Bidya Sinha Saha Mim, Aleef Chowdhury Sabbir Hasan Likhon, Anondo Khaled, Sharmeen Akhee, Bappa Rasel, Shoaib Patwary
DOP- Raju Raj
Music- Sajid Sarker
Theme song "Shei Meyeta"
Singer Tahsan
Lyric- Sirajum Munir
Set & Art Design- Mizanur Rahman Aryan & Murtaza Monwar Upal
Gfx- Jafreen Sadia
Logo- Royal
Chief AD- Dipto Sikdar
ADs- Rayhan Khan New Manon Ruban RS Saeon Rabby Kiti Kiti Kiti Kiti Syed Sayeed Ahmed JH Jibon
Produced By Alpha-I Media Productions Ltd.

Gousul Alam Shaon Dewan Shamsur Rakib

06 June, 2016

সেই মেয়েটা...সঙ্গে তাহসান!

সেই মেয়েটা...সঙ্গে তাহসান!'ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে এটি আরটিভিতে প্রচার হবে’

সেই মেয়েটা...সঙ্গে তাহসান!
রাজধানী বসুন্ধারার তিনশ ফুট এলাকা। বাজারের কাছের মূল সড়ক পথ পাড়ি দিচ্ছি। আর তখনই মেয়েটির সাথে কথার সূচনা। প্রসঙ্গক্রমে জানা গেল নাম প্রীতি। তার সাথে কথার কারণও বলা যাক-তারা দুজন বান্ধবী মিলে শুটিংয়ের গল্প করতে করতেই রাস্তা পার হচ্ছিলেন। আর কৌতূহল হয়েই তাদের সাথে শুটিংয়ের প্রসঙ্গ ধরে কথা বলা শুরু করলাম।


যদিও তখন আমরাও শুটিং লোকেশন খুঁজে বেরাচ্ছি। কথা প্রসঙ্গে জানা গেল, স্কুল শেষ করে গত বছরই কলেজের আঙিনায় পা দিয়েছেন প্রীতি। আর জানালেন, বাজার সংলগ্ন প্রধান সড়কের ঠিক উল্টো দিকেই শুটিং হচ্ছে। তিনি শুধু বললেন, তার প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী তাহসান ও মিম সেখানে শুটিং করছেন। কিন্তু বাজারে যাওয়ার পথে তাদের শুধু দূর থেকেই একপলক দেখার সুযোগ হয়েছিল।

তখনই মনস্থির করেছিলেন ফেরার পথে যে করেই হোক কিছুক্ষণ শুটিং দেখেই বাড়ি ফিরবেন। আর পাশের চায়ের দোকান থেকে কাগজ আর কলম সংগ্রহ করে অটোগ্রাফ নিবেন। এমন গল্প করতে করতেই তার দেখানো পথ ধরেই শুটিং লোকেশনের দিকে আমরা যাচ্ছি। একটু সামনে যেতেই ঠাওর করা গেল শুটিংয়ের সরঞ্জাম আশেপাশে ছড়ানো ছিটানো রয়েছে। কিন্তু তারপরও তীব্র গরমে ভ্রম কেটে মনে মনে প্রশ্ন জাগল, আসলে কি সঠিক জায়গায় এসেছি? আর আশেপাশে তাকিয়ে অনেকটা শরনার্থী শিবিরের মতোই মনে হলো। মানে ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় এসেছি। পাখির ডানায় চোখ বুলিয়ে নিতেই দেখা গেল-বেশ কয়েকটি তাবুর ঘর, হারিকেন, ত্রান সামগ্রী, শরনার্থী শিবিরের বিছানা থরে থরে সাজানো। কিন্তু না, শুটিংয়ের বিরতিতে বিষয়টি খুলে বললেন টেলিফিল্মের পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি বললেন, ‘এখানে ‘সেই মেয়েটা’ টেলিফিল্মের শুটিং চলছে। আর এর জন্যই এত আয়োজন। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তাহসান ও মীম। এতে আরও অভিনয় করেছেন আনন্দ এবং ৩০০ ফুট সংলগ্ন এলাকাবাসী। আর চিত্রনাট্য লিখেছি আমি নিজেই। ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে এটি আরটিভিতে প্রচার হবে।’
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, অরণী ও হিমেল। তারা দুজনেই ঢাকায় থাকেন। দুজনই ভীষণ পরোপকারী। অরণী পেশায় চিকিৎসক। যে কোন বিপদে তারা দুজন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। একটা সময় তাদের মধ্যে দারুণ বন্ধুত্বের একটি সম্পর্ক গড়ে উঠে। সেখান থেকে প্রেম। এরপর বিচ্ছেদ। তারপর তাদের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ নেই। এদিকে কাল বৈশাখী এক ঝড়ে রসূলপুর নামে একটি গ্রামের সবকিছু লণ্ড-ভণ্ড করে দিয়ে যায়। তখন সেখানে স্বেচ্ছায় চিকিৎসা সেবা দিতে আসেন অরণী। এছাড়ও কয়েকজন চিকিৎসক আসেন। সেই সাথে আসেন হিমেলের মতো কয়েকজন স্বেচ্ছাসেবক। এখানেই এসেই ফের দেখা হয়ে যায় হিমেলের সঙ্গে। যদিও ততদিনে অরণী নতুন সঙ্গী জুটিয়ে ফেলেছেন। শরনার্থী শিবিরে তাদের দেখা হওয়ার পর থেকেই ঘটতে থাকা নানা ঘটনায় এগিয়ে যায় টেলিফিল্মটির গল্প। পাঠক বাকিটা দেখতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।
গায়ক তাহসানকে এবার ঈদে ছয়টি নাটকে অভিনয় করতে দেখা যাবে। গত চার বছর ধরে নিয়মিত বড় উৎসব কিংবা দিবসভিত্তিক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে এবার ঈদের নাটকে কাজ করার ক্ষেত্রে তিনি ভিন্ন উপায় অবলম্বন করেছেন। এবার ঈদে তাহসান যেসব নির্মাতার নাটকে অভিনয় করছেন তাঁরা হলেন, শিহাব শাহীন, মিজানুর রহমান ও তানিম রহমান।
এছাড়া বিদ্যা সিনহা মিমও নিজেকে চলচ্চিত্রে থিতু করেছেন। এর পাশাপাশি ছোট পর্দায় বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে তাঁকে নিয়মিত দেখা গেলেও নাটকে বছর-দুই ধরে অনুপস্থিত। সর্বশেষ বছর দুয়েক আগে তাঁকে দেখা গিয়েছিল মাহমুদ দিদারের স্বৈরাচার নাটকে। এদিকে খুব শিগগিরই মিম অনন্য মামুনের পরিচালনায় ‘আমি তোমার হতে চাই’ সিনেমার শুটিং শুরু করবেন।
সংগ্রহ : প্রিয় ডটকম

03 June, 2016

Shei Meyeta - Tahsan ft. Mim


ত্রান নিয়ে রসুলপুরের পথে হিমেল
একটি ভিন্ন চরিত্রের অপেক্ষা

Eidul fitar/RTV

Telefilm Shei Meyeta


Telefilm: Shei Meyeta - Tahsan ft. Mim